Subho Noboborsho 1430: শুভ নববর্ষ Wishes Images, Quotes, Messages, Status, and Photos

Subho Noboborsho 1430: Happy Pohela Boishakh 2023 – শুভ নববর্ষ! পয়লা বৈশাখে প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তা Subho Noboborsho Wishes Images, Quotes, Messages, Status, and Photos.

Subho Noboborsho Wishes

শুভ পয়লা বৈশাখ 2023 Bengali New Year wishes in Bengali language : সুখ এবং আনন্দের উত্সব, পহেলা বৈশাখ বা ​​পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গে পালিত হয় । বাংলায় পহেলা শব্দের অর্থ প্রথম এবং বৈশাখ মানে নতুন মাস। তাই বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ হল প্রথম মাস।

পহেলা বৈশাখে বাঙালিরা পরিবারের সাথে দেখা করে এবং শুভেচ্ছা জানায় এবং নতুন পোশাক পরে এবং ঐতিহ্যবাহী খাবার খায়। শিশু-কিশোররাও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গায়।

এই দিনে লোকেরা একে অপরকে ‘ শুভ নয় বর্ষ ‘ বলে শুভেচ্ছা জানায় , যেখানে ‘শুভ’ অর্থ খুশি, ‘নোবো’ অর্থ নতুন এবং ‘বর্ষ’ অর্থ বছর। এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশকে বিশেষভাবে পূজা করা হয়।

Subho Noboborsho in Bengali text

নববর্ষ ১৪৩০ -এর শুভেচ্ছা বার্তা

পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরনো সব বেদনা আর মনে রেখ না। নতুন বছরের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের সকলকে।

এসো হে বৈশাখ এসো এসো…আগামীটা সকলের ভাল কাটুক। নতুন বছরের শুভেচ্ছা।

নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সব। শুভ নববর্ষ ১८३०।

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।

Subho Noboborsho wishes In Bengali font

সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও। নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে। শুভ নববর্ষ!

বিদায় রাগিনী বাজিয়ে গেল জীর্ণ পুরনো বর্ষ। নববর্ষ আনবে সকল রকম হর্ষ। তোমাকে ও তোমার পরিবারকে জানাই নববর্ষের শুভেচ্ছা।

নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কণায়, প্রজাপতির রঙিন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, বৈশাখে তোমায় শুভেচ্ছা জানাই!

বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় উইশ করতে মন হল বেকুল ! শুভ নববর্ষ!

Bengali New Year quotes in english

তোমার সমস্ত কামনা পূর্ণ হোক। ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনে থাকুক। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।

নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ!

নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি…শুভ নববর্ষ !

Shuvo Noboborsho 2023

আশা করছি, এই নববর্ষ যেন তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। তোমার সমস্ত প্রত্যাশা পূরণ এবং স্বপ্ন সত্যি হোক। শুভ নববর্ষ ১৪৩০।

* পানতা, ইলিশ আর ভরতা, ভাজি বাঙালির প্রাণ, নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ। 

হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ… নববর্ষের শুভেচ্ছা সকলকে। 

Noboborsho kobita in bengali

বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও, নববর্ষের আলাদা গুরুত্ব আছে। বর্তমানে এই বিশেষ দিন উপলক্ষে সেজে ওঠে সমস্ত শপিং মল থেকে শহরের রাস্তাঘাট। সকলে রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে।  

শুভ নববর্ষ ১৪৩০-তে নিজের প্রিয়জনদের জানিয়ে ফেলুন শুভেচ্ছা

  • এসো হে বৈশাখ..শুভ নববর্ষ ১৪৩০। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
  • সবাইকে পয়লা বৈশাখের অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩০।
  • ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা।’ শুভ নববর্ষ ১৪৩০।
  • পূর্ণ হোক তোমার সকল আশা, নববর্ষে এটাই আমাদের আশা। শুভ নববর্ষ ১৪৩০।
  • নতুন জীবনের নতুন আলো, নতুন বছর ভালো কাটুক। শুভ নববর্ষ ১৪৩০।
  • ঘোর অন্ধকার আসে। তা পিছনে ফেলে এগিয়ে চল, সবাই একে অপরের হাত ধরে – পয়লা বৈশাখ ঠিক এটাই সবসময় বলে এসেছে। শুভ নববর্ষ ১৪৩০।
  • এই নববর্ষে পুরনো সমস্ত কষ্টের স্মৃতিগুলিকে মন থেকে মুছে ফেল। দুঃখ, কষ্ট, বেদনা ভুলে গিয়ে নতুন ভোরের আলোর দিকে নজর রাখ। নতুন বছরের প্রথম সূর্য, তোমার জীবনে নিয়ে আসুক অপার সুখ ও ভালোবাসা। শুভ নববর্ষ ১৪৩০।
  • নবরূপে নববর্ষ রাঙিয়ে দিক প্রতিটা মুহূর্ত। আগামী দিনগুলি সুন্দর হোক। শুভ নববর্ষ ১৪৩০।
  • দেশ এবং বিদেশের সকল বাঙালিকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
  • সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ কাটুক ১৪৩০।
  • মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, নববর্ষের আনন্দ হোক অফুরন্ত। শুভ নববর্ষ ১৪৩০।

Leave a Comment